বাংলারজমিন
বান্দরবানে সাঙ্গু ট্রাভেলস উদ্বোধন
বান্দরবান প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, শনিবার
বান্দরবানবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান-চট্টগ্রাম ও কক্সবাজার রোডে নতুন পরিবহন সাঙ্গু ট্রাভেলস বাস-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে বান্দরবান বাসস্টেশনে এ বাসের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এ সময় বান্দরবান সদর জোনের কমান্ডার লে. কর্নেল এ এসএম মাহমুদুল হাসান পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, জেলা বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম, পার্বত্য নাগরিক পরিষদ চেয়ারম্যান কাজি মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।