বিনোদন
বাদশাহ’র জন্য ভারতীয় বেশে হানিয়া
বিনোদন ডেস্ক
২১ মার্চ ২০২৫, শুক্রবার
ভারতের জনপ্রিয় র্যাপার বাদশাহ পাকিস্তানের নায়িকা হানিয়া আমিরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। দুবাইতে গিয়ে নায়িকার সঙ্গে একসঙ্গে সময়ও কাটিয়েছিলেন বাদশাহ। এদিকে, সম্প্রতি দোল উপলক্ষে কপালে টিপ পরে নিজের দেশে বিতর্কে জড়ালেন হানিয়া। বন্ধুদের নিয়ে হলির শুভেচ্ছা জানাতেই তোলপাড় পাকিস্তান। এমনকি হানিয়াকে স্বদেশ ছাড়ার হুমকিও দিয়েছেন। জানা গেছে, বাদশাহ’র জন্যই ভারতীয় সাজে সেজেছিলেন হানিয়া।