ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

দড়ির পোশাক পড়ে চমকে দিলেন মনামী

বিনোদন ডেস্ক

(১ মাস আগে) ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১১:৫৫ পূর্বাহ্ন

mzamin

ফিল্মফেয়ার বাংলার প্রথম দিনে প্লাস্টিকের বার্বি ফ্রক, মাছ-সহ কাচের অ্যাকোরিয়াম ব্যাগ নিয়ে রেড কার্পেটে বাজিমাত করেছিলেন ‘ফ্যাশনিস্তা’ মনামী ঘোষ। দ্বিতীয় দিনেও তার অন্যথা হল না! নতুন স্টাইল স্টেটমেন্ট নিয়ে ফিল্মফেয়ারে হাজির হলেন অভিনেত্রী। পরনে তার দড়ির পোশাক। তাও আবার নিজের ওজনের তুলনায় বেশি ভারী পোশাক পরেছিলেন তিনি। কিন্তু নায়িকার হাঁটাচলা দেখে অস্বস্তি বোঝার উপায় নেই। দিব্যি ৪৫ কেজির দড়ির পোশাক পরে সাবলীলভাবে রেড কার্পেটে শুধু হেঁটেই বেড়ালেন না, বরং নাচও করলেন মনামী। এই অভিনেত্রী বরাবরই ফ্যাশন সচেতন। নিত্যনতুন ভাবনার পোশাকে ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করেন। যে কোনও অনুষ্ঠানের রেড কার্পেটের জন্য নতুন লুক ক্রিয়েট করেন। কখনও নকশিকাঁথার গাউন, কখনও তার শাড়ির আঁচলজুড়ে মৃণাল সেনের অবয়ব, সাজপোশাকে তাক লাগাতে মনামী ঘোষের জুড়ি মেলা ভার। এবারও তার ফ্যাশন স্টেটমেন্টে চমক। ৪৫ কেজি ওজনের দড়ির পোশাক পরে সকলকে তাক লাগিয়ে দিলেন ‘পদাতিক’ অভিনেত্রী।

মনামী তার এই অত্যাধুনিক ভাবনা সম্পর্কে জানিয়েছেন, এই দড়ির পোশাকের ডিজাইন করা হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে। তবে সেই ডিজাইন মাফিক ড্রেস তৈরি হলে তার ওজন হত আরও বেশি। তাছাড়া এআইয়ের পক্ষে যেটা করা সম্ভব, সেটা মানুষের পক্ষে নয়। এছাড়া তিনি আরও বলেন, আমি যতটা ওজন বহন করতে পারবো, সেটা বুঝেই পোশাকটি তৈরি করা হয়েছে। আমার এই দড়ির স্কার্টের ওজন প্রায় ৪৫ কেজি। আর আমার ওজন ৪২ কেজি। আর এ পোশাক পরে একটি বিশেষ বার্তা দিলেন মনামী। বলেন, আমার এই ড্রেসের নাম আমি দিয়েছি ‘বন্ড’। মানে আমার কাজের সঙ্গে আমার যে আত্মিক বন্ধন, সেটা বোঝাতেই এই দড়ির পোশাক। প্রথমে এটার ওজন ছিল ৮০ কেজি। তবে পরে সেটা কমিয়ে ৪৫-এ নামানো হয়। পশ্চিমী হোক কিংবা ট্র্যাডিশনাল, কোন পোশাক কিভাবে ক্যারি করতে হয়, সেটা মনামীর ভালোই জানা। চলতি বছরের ‘জয় ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’- এ তার অন্যথা হল না। নিজের স্টাইল স্টেটমেন্টে সকলের মন জয় করে নিলেন অভিনেত্রী। এমন সাহসী পোশাক নির্বাচনের জন্য চলতি বছর সেরা পুরস্কারও জিতে নিয়েছেন অভিনেত্রী।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status