বিনোদন
বুবলীর অন্যরকম প্রচারণা
স্টাফ রিপোর্টার
২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
ঈদের আর মাত্র দুই সপ্তাহ বাকি। এরই মধ্যে প্রচারণা শুরু হয়েছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর। সেই ধারাবাহিকতায় ক’দিন আগে থেকেই জোর প্রচারণা শুরু করেছে সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার টিম। এবার তারই ধারাবাহিকতায় অন্যরকম প্রচারণায় যোগ দিলেন বুবলী। মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লুঙ্গি পরে হাজির হয়ে চমকে দিলেন সবাইকে। নিজের ছবির প্রমোশন করলেন এই নায়িকা। ছবি ও ভিডিও পোস্ট করে বুবলী বলেন, হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়? সিনেমার প্রি-টিজারে শবনম বুবলীকে দেখানো হয়নি। টিজারে বুবলীকে এক ঝলক দেখা গেছে। ফলে বুবলীর চরিত্রটি এখনো খোলাসা করেননি পরিচালক। তবে বুবলীর এমন প্রচারণা ভক্তরা দারুণ উপভোগ করেছেন। কেউ বলেছেন, এই সিনেমায় বুবলীকে হয়তো সাহসী কোনো চরিত্রে দেখা যাবে। যেখানে হয়তো তার পোশাকের ধরনও ঠিক এমনই থাকবে। প্রেম ও প্রতিশোধের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম।