ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

নিহার বৃহস্পতি তুঙ্গে

স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
mzamin

হালের মেধাবী অভিনেত্রী নাজনীন নাহার নিহা। এরইমধ্যে বেশকিছু নাটকের মাধ্যমে আলো ছড়িয়েছেন তিনি। সবশেষ জাকারিয়া সৌখিনের ‘মন দুয়ারী’ নাটকে জিয়াউল ফারুক অপূর্ব’র বিপরীতে অভিনয় করে প্রশংসায় ভেসেছেন এ অভিনেত্রী। রোমান্টিক গল্পের এ নাটকে অনেকটাই সিনেমার আবহ খুঁজে পেয়েছেন দর্শক। আর তাতে অপূর্ব-নিহা জুটি যেন বাজিমাত করেছেন। অনেক নির্মাতা-প্রযোজক এরপর থেকে নিহাকে নাটকের অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে ভাবছেন। দর্শকরাও সেভাবেই তাদের মতামত দিয়েছেন ‘মন দুয়ারী’ নাটকের মন্তব্য ঘরে। এদিকে, সবমিলিয়ে নিহার বৃহস্পতি যেন এখন তুঙ্গে। ঈদের একাধিক বড় আয়োজনের নাটকে অভিনয় করছেন তিনি। এরমধ্যে সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে। শিহাব শাহীনের পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন তৌসিফ মাহবুবের বিপরীতে। এ নাটকে মুখ্য দম্পতির ভূমিকায় দেখা যাবে তাদের। নাটকটিতে আরও অভিনয় করেছেন- মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য। নিহা বলেন, এ নাটকসহ ঈদে যে নাটকগুলোর কাজ করেছি তার সব নিয়েই আমি আশাবাদী। কারণ এসব নাটকে নিজেকে নানাভাবে প্রমাণ করার সুযোগ ছিল। আর সবসময় একটু আলাদা গল্প ও চরিত্রের কাজগুলো করতে চাই। এতে করে অভিনেত্রী হিসেবে ভাঙার সুযোগটা থাকে।

 

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status