বিনোদন
আটকে আছে ‘কৃষ-৪’
বিনোদন ডেস্ক
১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
আজকাল খুব বেশি ছবিতে কাজ করেন না হৃতিক রোশন। বাবা পরিচালক রাকেশ রোশন গত বছর জানিয়েছিলেন ‘কৃষ-৪’ হবেই। ছবির জন্য বাজেট ৭০০ কোটি নির্ধারণ করেও পরবর্তীতে পিছিয়ে আসেন তিনি। এ ছাড়া প্রযোজকরাও রাজি হচ্ছেন না। জানা যায়, প্রযুক্তিগত কারণে নয়, আর্থিক অনটনের কারণেই আটকে রয়েছে ছবি। ফলে এই ছবির ভবিষ্যৎ অনিশ্চিত।