বিনোদন
খালিদের গান শফিক তুহিনের কণ্ঠে
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী এবং চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। কিংবদন্তি এই শিল্পীকে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন গেয়েছেন খালিদের গাওয়া শ্রোতাপ্রিয় ‘ভালোবাসার সাতকাহন’ গানটি। শফিক তুহিনের কথা-সুরে ২০০৬ সালে প্রকাশিত বাপ্পা মজুমদার ও খালিদের মিশ্র অ্যালবাম ‘বলো না বিদায়- এ খালিদ গানটি গেয়েছিলেন। গানটি শফিক তুহিনের অফিসিয়াল চ্যানেলে প্রকাশিত হতে যাচ্ছে আজ।