বিনোদন
শেষ স্মৃতি মুছলেন সামান্থা
বিনোদন ডেস্ক
১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
সম্প্রতি সামান্থা রুথ প্রভু প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের শেষ স্মৃতিটুকু মুছে ফেললেন। অভিনেত্রীর ডান দিকের পাঁজরের নিচে নাগার ডাক নাম ‘চৈ’ লেখা ছিল। আবার কব্জিতে নাগার সঙ্গে মিলিয়ে দু’টি তীর আঁকা উল্কিও ছিল। এ রকম উল্কি নাগার হাতে থাকার কারণে সেটিও মুছে ফেললেন সামান্থা। তবে নাগা এখনো সেই উল্কি মুছেননি।