বিনোদন
স্বস্তিকার কড়া জবাব
বিনোদন ডেস্ক
(১ মাস আগে) ১৬ মার্চ ২০২৫, রবিবার, ২:৪৩ অপরাহ্ন

গেলো বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশি তারকাদের সাথে সরব হয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এবার সেই প্রসঙ্গে টেনে ট্রল করা হয়েছে তাকে। আর তিনিও চুপ না থেকে দিয়েছেন কড়া জবাব। মূলত সমাজমাধ্যমে সবসময় সরব থাকেন স্বস্তিকা। তার একমাত্র মেয়েকে নিয়েও নানা রকম ছবি পোস্ট করেন তিনি। তার মেয়ে অন্বেষা কর্মসূত্রে বিদেশে থাকেন। সেখান থেকেই মাঝে মধ্যে তাকে ছবি পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি মেয়ের সেই ছবি দেখে নিজের শহরে গাড়িতে বসে একটি সেলফি পোস্ট করলেন স্বস্তিকা। ক্যাপশনে লিখলেন, যে যেখানে থাকেন, সেটাই তার দেশ। মাতৃভূমি মাতৃভাষার মতোই সবচেয়ে সুন্দর। সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রাণের। কিন্তু দেশ যেখানে থাকি সেটাই। যাক এটা নিয়ে তর্ক পরে হবে। মেয়ে নিজের দেশে এদিক ওদিক যাচ্ছে, আর ফটো পাঠাচ্ছে। অভিনেত্রীর এই পোস্টে প্রতাপ সঙ্কর নামের একজন কটাক্ষ করে মন্তব্য করেন, বাংলাদেশে গেছে কি? এরপর আরেক নেটিজেন লেখেন, বাংলাদেশ নিয়ে কত লেখালেখি করতেন, টাইমলাইন ভরে থাকত ছাত্র আন্দোলন, বিপ্লব ইত্যাদি ইত্যাদি যাবতীয় ঘটনা প্রবাহ। এখন আর কিছু লেখেন না কেন? খরচা পানি আসা বন্ধ হয়ে গেছে বুঝি? আর তাতে চটে যান স্বস্তিকা। তিনি বলেন, আমি গেছি। আবার যাব। যার যেখানে দরকার সেখানেই যাবে। আপনার মতে, আমি কেন কেউই কোথাও যাবে বলে মনে হয় না।