বিনোদন
ফারহান-সাদিয়ার ‘লাইজু’
স্টাফ রিপোর্টার
১৬ মার্চ ২০২৫, রবিবার
গ্রামীণ জীবনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘লাইজু’। এর মধ্যে রয়েছে মজার ঘটনা, রয়েছে সিরিয়াস প্রেমের রসায়ন। মাইকে একটি হারানো বিজ্ঞপ্তি দিয়ে শুরু হয় নাটকটি। সিএমভি’র ব্যানারে এ কে পরাগের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সাদিয়া আয়মান ও শরাফ আহমেদ জীবন।