বাংলারজমিন
ফুলতলায় মহসেন জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি
ফুলতলা (খুলনা) প্রতিনিধি
৭ আগস্ট ২০২২, রবিবারখুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকাল ৪টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিকনেতা ইঞ্জিল কাজী, ক্বারী মো. আছহাব উদ্দিন, মাহাতাব উদ্দিন, ইব্রাহিম কাগজী, মো. নিজামউদ্দিন, বাবুল হোসেন, ওবায়দুর রহমান, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, আমির মুন্সী, মো. জাহাঙ্গীর প্রমুখ। শ্রমিক জনসভায় বক্তারা বলেন, দীর্ঘ ৮ বছর অতিবাহিত হলেও মিল মালিক শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ না করে মিলের কথিত দালাল সিবিএ নেতাদের নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে তা কিছুতেই মেনে নেয়া হবে না। জনসভা থেকে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছেÑ আজ রোববার রাত ৮টায় রেলিগেটস্থ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ও ৮ই আগস্ট সোমবার সকাল ১০ টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মো. মিজানুর রহমান এর সঙ্গে বৈঠক। এর পরও যদি শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এর মাধ্যমে রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।