বাংলারজমিন
তাড়াশে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১২
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৭ আগস্ট ২০২২, রবিবারসিরাজগঞ্জের তাড়াশে মাজারে গিয়ে শিশুর মুখে ভাত দেয়ার অনুষ্ঠানে মেয়েদের ব্যাগ চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের হাজী শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজার চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। জানা গেছে, তাড়াশ সদরের ফরিদুল ইসলামের শিশু ছেলে আইভী (৬ মাস)কে মুখে প্রথম ভাত দেয়ার জন্য নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামে অবস্থিত হাজী শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারে শিরনি দেয়ার আয়োজন করেন। সেসময় একজন চোর সেখানে থাকা নারীদের তিনটি ভ্যানেটি ব্যাগ চুরি করে। এ সময় তারা একজন চোরকে ধরে ফেললে চোরের পক্ষ নিয়ে স্থানীয় কিছু যুবক বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা লাঠিসোটা, লোহার রড, বৈদ্যুতিক তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১২ জন গুরুতর আহত হন। এদিকে সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে ৬ জনকে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ও অবশিষ্টদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, সংঘর্ষে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেননি।