বিশ্বজমিন
লন্ডন ফিরে জেলেনস্কি বললেন খনিজ চুক্তি করতে প্রস্তুত, তবে...
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১ মার্চ ২০২৫, শনিবার, ৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে প্রস্তুত ইউক্রেন। কিন্তু তার আগে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শনিবার লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে একথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা কঠিন হবে। এ জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শক্তিশালী সমর্থনের কথা শুনতে চায় সব ইউক্রেনবাসী। তিনি আরো বলেন- ইউক্রেনের নিরাপত্তাকে যুক্তরাষ্ট্র কিভাবে সংজ্ঞায়িত করবে তা জানা প্রয়োজন। তারা কি ধরনের, কতটুকু এবং কখন এই নিরাপত্তা দেবে তা জানা জরুরি। নিজের এবং ট্রাম্পের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, দু’জন নেতার চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক বেশি। এটা ঐতিহাসিক সম্পর্ক এবং আমাদের জনগণের মধ্যে দৃঢ় বন্ধন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স চান রাশিয়ার সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি।
এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া একটি যুদ্ধবিরতি ইউক্রেনের জন্য বিপজ্জনক। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান যুদ্ধ বন্ধ। কিন্তু আমরা যতটা শান্তি চাই, ততটা কেউই চান না। পুতিনের সঙ্গে যুদ্ধবিরতিতে কোনো কাজ হবে না। গত ১০ বছরে তিনি ২৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বাস্তব শান্তিই হলো একমাত্র সমাধান। রাশিয়ার অবস্থানের প্রেক্ষাপটে তিনি ইউক্রেনকে পাল্টে ফেলতে পারেন না বলেও জানান। জেলেনস্কি বলেন, আমাদেরকে হত্যা করছে রাশিয়ানরা। তারা আমাদের শত্রু। এই বাস্তবতা আমরা মোকাবিলা করছি। ইউক্রেন শান্তি চায়। তবে তা হতে হবে অবশ্যই একটি টেকসই শান্তি। এ জন্যই আমাদেরকে আলোচনার টেবিলে বসতে হবে। এ সময় তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনায় উত্তেজনার প্রসঙ্গ টেনে বলেন, উত্তেজনা সত্ত্বেও আমরা শক্তিশালী অংশীদার।