ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

কুলাউড়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবার
mzamin

মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় বন্যাদুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে আমেরিকায় বসবাসরত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউ ইয়র্ক, ইনক। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫০ পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করে সংগঠনটি। টিবিএফ এর চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খালিকের সঞ্চালনায় অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মোমিন, কুলাউড়া প্রেস ক্লাব সভাপতি শাকিল রশীদ চৌধুরী, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম সবুজ। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক জসিম চৌধুরী। অনুষ্ঠানে আমেরিকা থেকে টেলি-কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া (জাকারিয়া)। উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন উপজেলায় অসহায়দের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status