ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

নতুন দলের নাম চূড়ান্ত, কোর কমিটিতে কারা?

স্টাফ রিপোর্টার
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
mzamin

নয়া রাজনৈতিক বন্দোবস্তের আশা জাগিয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলের। আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা। আনুষ্ঠানিক ঘোষণার আগে চূড়ান্ত করা হয়েছে দলের নাম ও কেন্দ্রীয় কমিটি। তবে কেন্দ্রীয় কমিটির কিছু পদ নিয়ে এখনো ঘষামাজা চলছে দলের অভ্যন্তরে। কেন্দ্রীয় কমিটিতে সব ধর্ম, জাতি, গোষ্ঠীর উপস্থিতি নিশ্চিত করতে সরব একটি অংশ। বিশেষ করে গণ-অভ্যুত্থানের অন্যতম শক্তি নারীদের গুরুত্বপূর্ণ পদে না রাখা নিয়েও আলোচনা-সমালোচনা হচ্ছে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অভ্যন্তরে। এ ছাড়াও শীর্ষ পদ নিয়ে টানাপড়েনের মধ্যে কেন্দ্রীয় কমিটি থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রআন্দোলনের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা। 

ছাত্রআন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে মানবজমিন জানতে পেরেছে নতুন রাজনৈতিক দলের নাম হতে যাচ্ছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক শক্তি’। কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে ১৫১। এ ছাড়া কোর-কমিটি হতে পারে ২৪ জনের। জাতীয় নাগরিক কমিটির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের দলের নাম, কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত। এখন কমিটির কয়েকটি পদ নিয়ে আলাপ-আলোচনা চলছে। আশা করি আনুষ্ঠানিক ঘোষণার আগে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি নিশ্চিত করে একটি ইনক্লুসিভ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। যেখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর অংশগ্রহণ থাকবে। উল্লেখযোগ্য সংখ্যার নারী নেতৃত্বও থাকবে আমাদের কমিটিতে। 

জানা গেছে, নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। সদস্য সচিব পদের দায়িত্ব পাচ্ছেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। মুখ্য সংগঠক পদে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখপাত্রের দায়িত্ব পাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া, নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখপাত্র সামান্তা শারমিন নতুন দলে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পাচ্ছেন। গণতান্ত্রিক নাগরিক শক্তির গুরুত্বপূর্ণ পদে আরও থাকতে পারেন, ডা. তাসনিম জারা, আব্দুল হান্নান মাসুদ, আরিফুল ইসলাম আদীব, আব্দুল্লাহ আল আমিন, আবু সাঈদ লিয়ন, অনিক রায়, অলিক মৃ, মাহবুব আলম, সরওয়ার তুষার প্রমুখ। 

এদিকে নতুন দলের সদস্য সচিব পদ নিয়ে টানাপড়েনের কারণে নিজেদের দল থেকে সরিয়ে নিয়েছেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। গত মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি নতুন দলে না থাকার বিষয়ে নিশ্চিত করেছেন। জুনায়েদ বর্তমানে চীনে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের আরেক সাবেক সভাপতি রাফে সালমান রিফাত। তাদের অনুসারীরাও নতুন দলে থাকবেন না বলে জানিয়েছেন। 

অন্যদিকে নতুন দলে উল্লেখযোগ্য সংখ্যায় নারী নেতৃত্ব না থাকায় সরব হয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা কেন্দ্রীয় নেতৃত্ব বাছাইয়ের সমালোচনা করছেন। যদিও নতুন রাজনৈতিক শক্তির নেতারা বলছেন, সবার অংশগ্রহণেই নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। এখানে কাউকে বাদ দেয়া হচ্ছে না। উল্লেখযোগ্য সংখ্যায় নারী নেতৃত্বও থাকবে কেন্দ্রীয় কমিটিতে। 
 

পাঠকের মতামত

Congratulations from Bangla Town, Brick Lane London the Global NRB Capital and Bangladeshis In Britain. You shall never go wrong and we support the new venture.

London Eye
৫ মার্চ ২০২৫, বুধবার, ১:০০ পূর্বাহ্ন

নতুন দল জামায়াত ও প্রশাসনের প্রভাবমুক্ত থেকে স্বাধীন স্বকীয়তা নিয়ে কাজ করলে ভালো কিছু প্রত্যাশা করা যেতেই পারে। শুভ কামনা।

কবীর
২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৮:৪৫ পূর্বাহ্ন

Congratulation, mr.nahid islam

Apon mahabub
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৬:০২ অপরাহ্ন

নতুন দলের কাছে সুন্দর এবং উন্নত কিছু প্রতাশা . ন্যায় ও সততা .এবং দেশের সম্পদ যন কিছু লোকের হাতে কুক্ষিগত না হয়।

md. tuhin
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৩ অপরাহ্ন

এই দল লোভি দল হতে জাইতেছে টাকা কামানোর জন্য

রায়হান
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:৪৯ অপরাহ্ন

এই দলের প্রধান কৃতিত্ব হবে ছাত্রসেমাজের মেধা ও পড়ালেখা ধ্বংস করে দেওয়া।

মুহাম্মদ ইসমাঈল বুখা
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩৬ অপরাহ্ন

জামাত আর নাগরিক শক্তি কোয়ালিশন হবে।বিএনপিকে হার দেখানো হবে আর আওয়ামী লীগকে দু টার্মের জন্য নির্বাচনে নিষিদ্ধ করে দেখানো হবে যে আওয়ামী লীগের ভোট পেয়েছে নাগরিক শক্তি।

রাশিদ
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:১০ অপরাহ্ন

নতুন দলের কাছে সুন্দর ভবিষ‌্যতের প্রত‌‌্যাশায়। শুভকামনা !

আছাদ
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:২২ পূর্বাহ্ন

তরুণদের নতুন রাজনৈতিক দল এটা কি ! বরং বলুন ছাত্ররা রাজনৈতিক দল ঘঠন করে অনেক ছাত্রদের শিক্ষা ব্যবস্থা ধংস করে দিচ্ছে বা কিছু কিছু ছাত্র আবেগে নিজেরা হয়ে যাচ্ছ। যা আমরা এখনও বুঝতেছি না। এদের অনেকে আর শিক্ষায় ফিরে আসবেনা, এদের জীবনটা এক সময় এলো মেলো হয়ে যাবে। মনে রাখতে হবে সকল আবেগ ভালো না। দয়া করে কিছুটা চিন্তা করে কিছু বলিয়েন, কারন এরা আমাদের সন্তান, আমার সন্তানও এখন পড়েই না, আজ এটা কাল উটা নিয়ে আছে।

Mohiuddin Palash
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৬ পূর্বাহ্ন

ইসলামে ভবিষ্যৎ বানী করা নিষেধ।। তারপর ও আমার ধারনা এই দল বেশি দুর যেতে পারবে না।। কারন অনেক,,,

হজরত আলি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

দলীয় মার্কা ‘কলম’ হবে সবচেয়ে উপযুক্ত।

শরীফ
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৮:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক শক্তি-- নামটা অর্থবহ হতে পারে কিন্তু গ্রামগঞ্জের অশিক্ষিত - অর্ধশিক্ষিত দের জন্য মনে রাখা কঠিন। "ছাত্র জনগণের দল" -- এই টাইপের হলে ভালো হতো।

zahur
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৫:৩৩ পূর্বাহ্ন

এই কমিট আগামী ইলেকশনে জামাতের সঙ্গী হবে।

হাসান
২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:১৮ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status