বাংলারজমিন
৭২ একর খাস জমি বন্দোবস্ত কাণ্ডে ফৌজদারি মামলা, বাদী ইউএনও
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবারপ্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের অন্তরালে ৪২ বিত্তবানের নামে ৩৬ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বরাদ্দ দেয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটির তদন্ত শেষ না হতেই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। কলাপাড়া ভূমি অফিসের সার্ভেয়ার মো. হুমায়ুন কবিরকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার কলাপাড়া থানায় এ মামলা দায়ের করা হয়েছে। বন্দোবস্ত গ্রহীতার তালিকায় রাজধানী ঢাকার মিরপুর এলাকার মো. আনোয়ারুল ইসলাম, গলাচিপা উপজেলার চরমোন্তাজ গ্রামের আর্শেদ আলী তালুকদার এবং গলাচিপা পৌর শহরের সোহরাব হোসেনসহ অন্যরা কলাপাড়া উপজেলার। মামলার বাদী হয়েছেন কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। মামলায় বলা হয়েছে, ইউএনও (বাদী) গত ৩রা মার্চ থেকে ১৭ই মে পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি)’র অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এ সময় মুজিব শতবর্ষের ১৯৫ ভূমিহীনের ভূমি ও বসতবাড়ি বন্দোবস্ত কেসের কবুলিয়ত রেজিস্ট্রি করার জন্য ভূমি অফিসে বিভিন্ন স্মারকে প্রেরণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদনপ্রাপ্ত কবুলিয়ত রেজিস্ট্রিী করার জন্য সার্ভেয়ার হুমায়ুনকে ক্ষমতা প্রদান করা হয়। কিন্তু সার্ভেয়ার বাদীর স্বাক্ষর জাল করে আরও ৪২টি বন্দোবস্ত কবুলিয়ত বিত্তবানদের নামে রেজিস্ট্রি করে দেয়। এর আগে ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব কে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।