বিনোদন
এবার আলিয়ার ছবি বয়কটের দাবি
বিনোদন ডেস্ক
৬ আগস্ট ২০২২, শনিবারআমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবির পর এবার আলিয়া ভাটের ‘ডার্লিং’ ছবি বয়কটের দাবি উঠলো সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশের দাবি আলিয়া অভিনীত ‘ডার্লিং’ ছবি গার্হস্থ্য হিংসার প্রচার করে। বিশেষ করে পুরুষদের উপর অত্যাচারকে প্রোমোট করছে। এই ছবি সমাজকে ভুল বার্তা দেবে। তাই ‘ডার্লিং’ ছবি একেবারেই বয়কট করা উচিত। নেটিজেনদের অভিযোগ, এই ছবিতে পুরুষ সমাজকে দুর্বল ও ছোট করে দেখানো হচ্ছে। আলিয়ার ‘ডার্লিং’ ছবিকে তাই বয়কট করা উচিত।.