বাংলারজমিন
কিশোরগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী উদ্যাপন
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৬ আগস্ট ২০২২, শনিবারকিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি দিলারা বেগম আসমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার, প্রমুখসহ প্রশাসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নানারকম কর্মসূচি পালন করা হয়।