ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ফিলিস্তিনিদের উৎখাতের বিরুদ্ধে আরব আমিরাত

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৩ পূর্বাহ্ন

mzamin

ফিলিস্তিনিদের উৎখাতের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনরায় নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দুবাইয়ে বৈঠকে বসেন তিনি। ওই বৈঠকে ফিলিস্তিনিদের উৎখাতের বিরুদ্ধে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে আরব আমিরাতের সংবাদ সংস্থা ডব্লিওএএম। ওই সময় তারা দ্বিপক্ষীয় সহযোগিতা ও দুই দেশের মধ্যে বন্ধন দৃঢ়করণের বিষয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় অবশ্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুও জায়গা করে নেয়। এর মধ্যে মধ্যপ্রাচ্য ও গাজায় চলমান সংকটের বিষয়টি অন্যতম। ওই সময় শেখ মোহাম্মদ জোরপূূর্বক ফিলিস্তিনিদের উৎখাতের বিষয়ে আরব আমিরাতের বিরোধিতার বিষয়টি পুনরাবৃত্তি করেন। এ ছাড়া দ্বিরাষ্ট্রভিত্তিক দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় জোর তাগিদ দেন। গাজায় দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবকাঠামো পুনর্গঠনের বিষয়টিও তুলে ধরেন তিনি। গাজায় যুদ্ধ বিস্তারের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। ওই বৈঠকে ইউএই’র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তানহুন বিন জায়েদ আল-নাহিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজায় মানবিক সহায়তা চলমান রাখার বিষয়েও আহ্বান জানান তারা। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

 

পাঠকের মতামত

ফিলিস্তিনিদের উৎখাতের বিরুদ্ধে কিন্তু মেরে ফেলার পক্ষে। নাহলে মধ্যপ্রাচ্যে কেউ কোন শক্ত পদক্ষেপই নিলোনা ৫০ হাজার লোক মেরে ফেললো।

Zamal
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:১২ পূর্বাহ্ন

জায়নিষ্ট ও তার দোসরদের হাত থেকে গাজাকে বাচাতে অনতি বিলম্বে ওআইসির নেতৃত্বে সেখানে সেনা মোতায়েন করা হোক। জরুরী ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহন করলে হায়নাদের হাত থেকে গাজাকে বাচানো যাবে না।

তৈমুর
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭:২৪ অপরাহ্ন

অনেক দেরি হয়ে গেছে।যুদ্ধের শুরুতে চুপ থাকায়ই এই অবস্তায় পড়েছে।

রাশিদ
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬:২৫ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status