ঢাকা, ১২ মার্চ ২০২৫, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রমজান ১৪৪৬ হিঃ

অনলাইন

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের ওপর ছাত্রদল হামলা করেনি,  ছাত্রদলের ওপরই হামলা করা হয়েছে এমন অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ঢাবি ছাত্রদলের সাথে ঢাকা কলেজসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন। মিছিলে নেতাকর্মীরা ‘শিক্ষা-মৌলবাদ—একসাথে চলে না’, ‘ছাত্রদলের ওপর হামলা কেন—প্রশাসন জবাব চাই’ এমন স্লোগান দেন 
বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে ভিসি চত্বর ঘুরে ডাস চত্বর সংলগ্ন যাত্রী ছাউনির সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুঁইয়া ইমন প্রমুখ

সভাপতি গনেষ চন্দ্র রায় সাহস বলেন, ৫ই আগস্ট ছাত্র আন্দোলনের মধ্যে যে ঐক্য হয়েছে আমরা চাই তা যেন অক্ষুণ্ন থাকে। গেটরুম গণরুমের মাধ্যমে জোর করে ছাত্রলীগের কায়দায় কোনো শিক্ষার্থীদের উপর আমরা জাতীয়তাবাদী আদর্শ চাপিয়ে দিতে চাই না। অথচ খুলনায় অতর্কিত ভাবে আমাদের উপরই হামলা হয়েছে 
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন বলেন পতিত ফ্যাসিবাদের দোসর  আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status