বাংলারজমিন
হাসিনার পাচার করা টাকা ফেরত আনতে হবে: আবুল খায়ের
ঝিনাইদহ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারবিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল খায়ের ভুইয়া বলেছেন, কুখ্যাত হাসিনা ও তার দোসরদের লুন্ঠিত পাচার করা টাকা বিদেশ থেকে ফেরৎ আনতে হবে। তাদের টাকা যেসব দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তা উদ্ধারের ব্যবস্থা করতে হবে। আর তা না হলে এই দেশে থাকা হাসিন বাহিনীর সম্পাদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশে খুনি হাসিনা মানেই ছিল আইন, সে যেটা বলবে সেটাই আইনে পরিণত হতো। এ জন্য দেশে আইনের শাসন ছিল না, ছিল না কোন গণতন্ত্র। হাসিনা ভারতকে কাছে নিয়ে দেশের সব কিছুই বিকিয়ে দিয়েছিল। মঙ্গলবার বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে আয়োজিত এক বিরাট সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাদানকালে তিনি এ কথা বলেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খার চরম অবনতি ও ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আমিরুজ্জামান খান শিমুল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মীর রবিউল ইসলাম লাভলু, একে এম ওয়াজিদ আলী, সাইফুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ বিএনপির এ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়রুল ইসলাম বাদশা, সাজেদুর রহমান পপপু, আলমগীর হোসেন আলম, মোঃ শাহজাহান আলী, কালীগঞ্জের মাহবুবার রহমান, কোটচাঁদপুরের আব্দুর রাজ্জাক, মহেশপুরের মেহেদী হাসান রণি, হরিণাকুন্ডুর আবুল হাসান মাষ্টার ও শৈলকুপার হুমায়ন বাবর ফিরোজ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাটি পরিচালনা করেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রওনক।