অনলাইন
বিমানবন্দরে লাগেজ চুরি-ভোগান্তি নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে রুল
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন

বিমানবন্দরে যাত্রীদের লাগেজ চুরি, হারানো, ড্যামেজ হওয়ার ঘটনাগুলো পুনরাবৃত্তি কেন হচ্ছে তা তদন্তে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্ট এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। রুলে যাত্রীদের লাগেজের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিতের জন্য জরুরিভিত্তিতে আন্তর্জাতিক এভিয়েশন স্ট্যান্ডার্ড অনুযায়ী কেন পদক্ষেপ নেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিমানবন্দরে যাত্রীদের লাগেজ চুরি, হারানো, ড্যামেজ হওয়ার ঘটনাগুলো পুনরাবৃত্তি কেন হচ্ছে তা তদন্তে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে যাত্রীদের লাগেজের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিতের জন্য জরুরিভিত্তিতে আন্তর্জাতিক এভিয়েশন স্ট্যান্ডার্ড অনুযায়ী কেন পদক্ষেপ নেয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
পাঠকের মতামত
বিমানবন্দরে লাগেজ চুরি-ভোগান্তি নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে রুল এইসব অপকর্ম কয়েক জনের মাধমে হয়ে থাকে,সরাসরি বহিষ্কার, কথা থেকে যায় কে করবেন,সবাই অসৎ!