বিশ্বজমিন
সাবেক বক্সিং চ্যাম্পিয়ন জনি ফামিশন আর নেই
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০১ পূর্বাহ্ন

বক্সিংয়ের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জনি ফামিশন আর নেই। দীর্ঘ রোগ ভোগের পর ৭৭ বছর বয়সে মেলবোর্নে মারা গেছেন তিনি। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর ঘোষণা করেছে স্পোর্ট অস্ট্রেলিয়া হল অব ফেম। অনলাইন নিউ ইয়র্ক পোস্টের খবরে এ কথা বলা হয়েছে। ১৯৯১ সালে সিডনিতে জগিং করার সময় ফামিশনকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তা থেকে তার ব্রেনে ক্ষত দেখা দেয়। তার সবচেয়ে স্মরণীয় বিজয় হলো ডব্লিউবিসি পয়েন্ট। ১৯৬৯ সালে লন্ডনের আলবার্ট হলে কিউবার হোসে লেগ্রার বিরুদ্ধে তিনি ওই পয়েন্ট পেয়ে বিজয়ী হন। কমপক্ষে ২০ বছর তিনি পেশাদার বক্সার ছিলেন। এ সময়ে রেকর্ড ৫৬ বার বিজয়ী হয়েছেন। ২০ বার নকআউট হয়েছেন। ৬ বার ড্র করেছেন এবং ৫ বার হেরেছেন। তার জন্ম ১৯৪৫ সালে ফ্রান্সে। এরপর ৫ বছর বয়সে পরিবারের সঙ্গে চলে যান অস্ট্রেলিয়া।