বিনোদন
এবার ‘তাণ্ডব’ এ শাকিব
স্টাফ রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
‘তুফান’- সিনেমার ব্যাপক সাফল্যের পর এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লি. প্রযোজিত নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ চুক্তিবদ্ধ হয়েছেন মেগাস্টার শাকিব খান। বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিব খান আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন ছবিটিতে। শাকিব খানের সঙ্গে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লি. এর ম্যানেজিং ডিরেক্টর এবং ‘তুফান’ ছবির সফল প্রযোজক শাহরিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন- তাণ্ডব’র পরিচালক ও সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। জানা যায়, চলতি বছরের মার্চের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে ‘তাণ্ডব’-এর। এটি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। এদিকে গুঞ্জন উঠেছে, ‘তাণ্ডব’- সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন জয়া আহসান। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সত্যতা মেলেনি। তবে বিষয়টি সত্য হলে ‘তাণ্ডব’- সিনেমার সুবাদে প্রায় এক দশক পর ফের জুটি হিসেবে দেখা যাবে শাকিব-জয়াকে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে জয়া আহসান সহ আরও দু’জন শীর্ষ নায়িকা যুক্ত হতে যাচ্ছেন এই সিনেমায়।