অনলাইন
বই মেলায় জামায়াতের আমীর
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(১ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

একুশে বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামির আমীর ড.শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় বইমেলা পরিদর্শনে যান তিনি। এসময় মেলার সম্মুখভাগের কয়েকটি স্টল ঘুরে দেখেন, কুশল বিনিময় করেন স্টলে থাকা বিক্রয়কর্মীদের সাথে।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায়ই চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে। এর মাধ্যমে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। এ সময় বইমেলার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েম, বর্তমান সভাপতি এসএম ফরহাদ সহ জামায়াতের নেতারা।
পাঠকের মতামত
ভালো লাগলো।
Wel come
Wel-come