ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিরাজগঞ্জে দুই গ্রুপে সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ৪০

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিরাজগঞ্জ পৌর এলাকার মিলনমোড় ও থানারোড এলাকাবাসীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে বিকাল ৫টার সময় ভাঙ্গাবাড়ী মসজিদের সামনে আবারো সংঘর্ষে বাঁধে। এসময় কয়েকটি ককটেল নিক্ষেপ করে রজমান নামের একজনের বাড়ীতে আগুন ধরিয়ে দেয়।
এসময় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে অন্যান্য আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে থানারোড এলাকার একটি বাড়ি নির্মাণকে কেন্দ্র করে মিলনমোড় মহল্লার যুবকদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এরই জেরে বৃহস্পতিবার সকাল থেকে সংঘর্ষে জড়িয়ে পরে দুই মহল্লাবাসী। এসময় উভয়পক্ষের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপসহ বিভিন্ন বাড়ী-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করলে বাচ্চু গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সংঘর্ষ চলাকালে ফাহিম, সেন্টু ও সোহানসহ অন্তত ৪০ জন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত জেলা বিএনপির নেতা সাইদুর রহমান বাচ্চু জানান, দুটি মহল্লার মানুষের মধ্যে ঐক্য বজায় রাখতে সংঘর্ষ থামানোর জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। এ সময় হঠাৎ একটি ঢিল এসে আমার বুকের ডানপাশে লেগেছে। সদর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, সকাল থেকে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে আবারও সংঘর্ষ লাগার খবর পেয়েছি। পরিস্থিতি শান্ত জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status