বিশ্বজমিন
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্টের ফোনালাপ
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল শারার সঙ্গে প্রথম ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ফোনে আলাপ করেন উভয় নেতা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, গত বছরের ডিসেম্বরে এক আকস্মিক হামলার মাধ্যমে সিরিয়ার মসনদ থেকে স্বৈরশাসক আসাদকে সরিয়ে দেয় আল শারার নেতৃত্বাধীন বিদ্রোহী দল হায়াত তাহরির আল শাম। মস্কোর ঘনিষ্ঠ মিত্র আসাদের পতনের পর সিরিয়াতে রাশিয়ার দুটি সামরিক ঘাঁটির ভাগ্য এখনও অমিমাংসিত থাকা নিয়ে প্রশ্ন রয়ে যায়। ফোনালাপে সিরিয়ার সকল দলের সঙ্গে রাশিয়ার সম্পের বিষয়ে জোর দেন আল শারা। এছাড়া সিরিয়ার জনগণের স্বার্থ এবং দেশটির স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারের ওপরও জোর দেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রী আসাদ আল শাইবানিকে মস্কোকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন।
ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডার সমর্থনে নিজেদের নীতিগত অবস্থানের ওপর জোর দিয়েছে রাশিয়া।
সিরিয়ার নতুন নেতৃত্ব গত মাসে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার সময় মস্কোকে আগের ভুলগুলো সংশোধন করার আহ্বান জানিয়েছিলেন। সেখানে তারা বলেছিলেন, ওই আলোচনায় আসাদ সরকারের বর্বর যুদ্ধ সম্পর্কে কথা হয়েছে।