কলকাতা কথকতা
বিরোধীদের জল্পনার মাঝেই আজ চারদিনের দিল্লি সফরে মমতা বন্দোপাধ্যায়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৯ পূর্বাহ্ন

ফাইল ছবি
বিরোধীদের হরেক জল্পনা আর কটাক্ষের মাঝেই চারদিনের দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ বেলা সাড়ে তিনটার বিমানে তিনি দিল্লি যাচ্ছেন। বিরোধীদের কটাক্ষ- পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে বিড়ম্বনায় পড়া মমতা বন্দোপাধ্যায় বিপদে পড়লেই দিল্লি ছোটেন। এবারও ব্যতিক্রম হচ্ছে না। তিনি দিল্লি যাচ্ছেন সেটিং করতে। বিজেপি সংসদ সদস্য দিলীপ ঘোষ এবং কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তীব্র ভাষায় মমতার সমালোচনা করে বলেছেন উনি বিপদে পড়লেই দিল্লি ছোটেন ডামেজ কন্ট্রোল এর জন্য। তৃণমূল নেতারা এই সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের বক্তব্য, মমতা সাত আগস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। ফেডারেল স্ট্রাকচারে এটাই হওয়া কাম্য। এর আগে নীতি আয়োগের বৈঠক মমতা বয়কট করেছিলেন এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত
সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি
দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]