কলকাতা কথকতা
বিরোধীদের জল্পনার মাঝেই আজ চারদিনের দিল্লি সফরে মমতা বন্দোপাধ্যায়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৯ পূর্বাহ্ন

ফাইল ছবি
বিরোধীদের হরেক জল্পনা আর কটাক্ষের মাঝেই চারদিনের দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ বেলা সাড়ে তিনটার বিমানে তিনি দিল্লি যাচ্ছেন। বিরোধীদের কটাক্ষ- পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে বিড়ম্বনায় পড়া মমতা বন্দোপাধ্যায় বিপদে পড়লেই দিল্লি ছোটেন। এবারও ব্যতিক্রম হচ্ছে না। তিনি দিল্লি যাচ্ছেন সেটিং করতে। বিজেপি সংসদ সদস্য দিলীপ ঘোষ এবং কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তীব্র ভাষায় মমতার সমালোচনা করে বলেছেন উনি বিপদে পড়লেই দিল্লি ছোটেন ডামেজ কন্ট্রোল এর জন্য। তৃণমূল নেতারা এই সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের বক্তব্য, মমতা সাত আগস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। ফেডারেল স্ট্রাকচারে এটাই হওয়া কাম্য। এর আগে নীতি আয়োগের বৈঠক মমতা বয়কট করেছিলেন এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে।