শেষের পাতা
ফ্যাসিস্ট আবার মাথাচাড়া দেয়ার চেষ্টা করবে- শফিকুল আলম
স্টাফ রিপোর্টার
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার মাথাচাড়া দেয়ার চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জি এম রাজিব হোসেনের ‘দ্রোহের গ্রাফিতি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। শফিকুল আলম বলেন, আপনারা ভাবছেন যে, বিপ্লব সেই জুলাই-আগস্টের ২১ দিন, এটা ভুল। তার আগেও আন্দোলন-সংগ্রাম হয়েছে ১৫ বছর ধরে, আগামীতে আরও ১৫ বছর সংগ্রাম করতে হবে। আমরা একটু ভুলে যাবো, ওরা (ফ্যাসিস্ট আওয়ামী লীগ) আবার মাথাচাড়া দেয়ার চেষ্টা করবে, এটা যাতে না হয়। বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনো ভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা আর ফিরে আসতে না পারে।
গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, কি ভয়াবহ দিন গেছে? আপনার ৬০/৭০ লাখ ওপজিশনের অ্যাক্টিভিস্টদের লাইফ হেল করে দিয়েছে, কারও ১০টা, কারও ২০টা, রিজভী (বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী) ভাইয়ের একাই তিনশটার বেশি মামলা, তাদের লাইফ একেবারে শেষ, তাদের ছেলে-মেয়েরা কোথাও চাকরি পায় নাই, তারা যদি চুপিসারে কোনো ভাবে ধরেন একটা কনস্টেবলেও চাকরি পেয়ে গেছে, সেটাও জানাজানি হয়ে গেছে যে, উনি বিএনপি পরিবারের, তাকে চাকরি দেয়া যাবে না।
এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তারা টোটালটা তাদের এটেম্পটা হচ্ছে, এটাকে আমি উল্টে দেবো, দিয়ে আমি আমার ন্যারেটিভ বসাবো। এই ন্যারেটিভের বিরুদ্ধে এই গ্রাফিতির বই খুব ইম্পুটেন্ট। ওই সময় যত ঘটনা ঘটেছে তার ট্যাক্স আমাদের লিপিবদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, এখন আমরা দেখছি যে, সে (শেখ হাসিনা) যে ধরনের কথা বলেন, আপনি দেখেন সবাই এক, তার কথা যেই শুনছে, তারই তো মাথা ঠিক থাকছে না। ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস সবাইকে আহ্বান জানিয়েছেন, শান্ত হোন।’ আমাদের কাজটা হচ্ছে, আমরা গবেষণার মাধ্যমে ১৫টা বছর কী ভয়াবহ অবস্থা করেছে, সেটা সবাইকে জানাবো, প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে সেমিনার করবো, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায়-অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো। যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার ও তার সাঙ্গপাঙ্গরা আর জীবনেও যাতে না ফিরে আসতে পারে। এটা সকলকে করতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইকোনমিক পলিসি দেশকে গরিবের দিকে নিয়ে গেছে মন্তব্য করে শফিকুল আলম বলেন, শেখ মুজিবুর রহমানের সময় প্রথম কয়েকটা মাস ভঙ্গুর অর্থনীতি ছিল। তার বাজে রকম ইকোনমিক পলিসি বাংলাদেশকে আরও গরিবের দিকে নিয়ে গেছে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, ‘আমার দেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনক হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, লেখক জিএম রাজিব হোসেন, অনন্যার প্রকাশক মনিরুল হক প্রমুখ।
পাঠকের মতামত
অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে ঘাপটি মেরে থাকা স্বৈরাচার ডিক্টেটর শাসক শেখ হাসিনার দোসর দের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে না হয় তারা যেকোনো মূহুর্তে দেশের যেকোনো জায়গায় যেকোনো স্থানে সংঘটিত হয়ে রাজনীতির নামে সমাজে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করিবে।