বাংলারজমিন
তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
তালতলী (বরগুনা) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবারবরগুনার তালতলীতে চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি ও টেলিভিশন ফোরামের সভাপতি ফয়সাল সিকদারকে মিথ্যা হত্যা মামলায় আসামি ও নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ও তালতলী প্রেস ক্লাবের সদস্য মো. ইউসুফ আলীর ওপরে হামলার পরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার সদর রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তালতলী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মংচিন থানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জলিল আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহা. আবুবকর সিদ্দিক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন, সাংবাদিক ফয়সাল সিকদারের মা হালিমা বেগম, স্ত্রী শাহানাজ বেগম, বোন সোহাগী আক্তার মারুফা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১লা ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উপজেলার কচুপাত্রা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় সাংবাদিক ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। গত ৩১শে জানুয়ারি উপজেলার শালিকখালি ইউনিয়নের আঙ্গার পাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিক ইউসুফ আলীসহ তিনজন সাংবাদিক। এ সময় পুলিশের সামনে সাংবাদিকদের ওপর ভূমিদস্যু আ. সত্তারের নেতৃত্বে নৃশংস হামলা চালায়। পরে তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এসব হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেয়ার দাবি জানান বক্তারা।
এসব হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। অতি দ্রুত এসব মামলা থেকে অব্যাহতি দেয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।