বিনোদন
কর্মবিরতি থেকে সরে এলেন নির্মাতারা
বিনোদন ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
টলিউডে ফেডারেশন ও পরিচালকদের সংঘাত পুরোপুরি না মিটলেও ডিরেক্টরস গিল্ডের কর্মবিরতি আপাতত বাতিল হলো। গত বৃহস্পতিবার পরিচালকদের সংগঠনের তরফ থেকে শুটিং থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়েছিল। তবে শুক্রবার একাধিক জায়গায় শুটিং হয়েছে। আর শুটিংয়ের হাল ধরলেন এসিস্ট্যান্ট ডিরেক্টররা। মন্ত্রীদের তরফ থেকে বিগত ঝামেলাগুলোর জট কাটানোর আশ্বাস দেয়ার পর কর্মবিরতি থেকে সরে আসেন পরিচালকরা।