ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চট্টগ্রামে ১৬ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

(১ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ২:০৯ অপরাহ্ন

mzamin

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম জেলার ১৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। এদের মধ্যে অন্তত ১০টি আসনে জয়ের জন্য আটঘাট বেঁধে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন তারা। শনিবার সকালে কেন্দ্রীয় ও চট্টগ্রাম জামায়াতের কয়েকটি সূত্র দৈনিক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে তারা নিজেদের  নাম প্রকাশ করতে রাজি হননি।
জানা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম৪ ( সীতাকুণ্ড)  আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী)  ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি- বাকলিয়া). ডা. ফজলুল হক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী- হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) শফিউল আলম,চট্টগ্রাম-১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ডা.শাহাতৎ হোসাইন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে  শাহজাহান চৌধুরি, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম।

এদিকে প্রার্থী নির্বাচনের বিষয়টি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এই বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রার্থী মোটামুটি চূড়ান্ত। তবে এই মুহূর্তে নাম প্রকাশ করার সুযোগ নেই। আমাদের সেক্রেটারি জেনারেল কয়েক দিনের মধ্যে চট্টগ্রামে আসবেন। তখন আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানানো হবে। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির ও সন্দ্বীপ আসনের প্রার্থী মানবজমিনকে বলেন, আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে উত্তর জেলার প্রার্থীদের নাম গতকাল অভ্যন্তরীণ বৈঠকে জানানো হয়েছে।
 

পাঠকের মতামত

Great Leaders

Md. Kawser Ahmed
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ২:১৯ অপরাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status