বিশ্বজমিন
ফিলিস্তিনিদের নিয়ে নতুন ‘ষড়যন্ত্র তত্ত্বের’ ইঙ্গিত নেতানিয়াহুর
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ অপরাহ্ন

ফিলিস্তিনিদের নিয়ে নতুন ‘ষড়যন্ত্র তত্ত্বের’ ইঙ্গিত দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরাইলি ডানপন্থী টিভি- চ্যানেল ফোরটিনকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরবের কাছে পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে যুক্তরাষ্ট্রের উপত্যকাটি দখলে নেয়ার কথা জানানোর পর ইসরাইলের প্রধানমন্ত্রীর এমন বক্তব্য উদ্বেগজনক। এতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্রের জাল থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
দ্য জেরুজালেম পোস্ট বলছে, নেতানিয়াহু বলেছেন- সৌদি আরবের মধ্যে ফিলিস্তিনিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠন করতে পারে দেশটি। সেখানে নতুন রাষ্ট্র গঠনের জন্য প্রচুর জমি রয়েছে। সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরব ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যে শর্ত দিয়েছে; সে বিষয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, তিনি এমন কোনো চুক্তি করবেন না যা ইসরাইল রাষ্ট্রের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র তো নয়ই। ৭ অক্টোবরের পরও? আপনি কি জানেন সেটা কী? একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল, যাকে গাজা বলা হতো। হামাসের নেতৃত্বে গাজা ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র এবং দেখুন, আমরা কী পেয়েছি, হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।
নেতানিয়াহু যখন ওয়াশিংটন সফরে ছিলেন তখন এই সাক্ষাৎকারটি নিয়েছিল চ্যানেল ফোরটিন। সেসময় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরাইলের প্রধানমন্ত্রী। এরপর দুজন মিলে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। যেখানে মার্কিন প্রেসিডেন্ট গাজার নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কথা জানিয়েছেন। এছাড়া উভয় নেতাই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন। নেতানিয়াহু বলেন, ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠা কেবল সম্ভাবনাই নয়, আমি মনে করি এটা ঘটবে। তবে নেতানিয়াহুর ওই মন্তব্যের পর সৌদি সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।
পাঠকের মতামত
Free Free Palestine - Gaza belongs to Gazans not anyone's