বিনোদন
বিশ্রামে সাবিনা ইয়াসমিন
স্টাফ রিপোর্টার
৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
সম্প্রতি একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরার পর আবারো অসুস্থ হয়ে পড়েন। এরপর রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘ তিনদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে গতকাল দুপুরে বাসায় ফিরেছেন তিনি। জানা যায়, তার শরীরের অবস্থা এখন ভালো। শারীরিক তেমন কোনো জটিলতা নেই। তবে চিকিৎসকরা জানান, বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে এই সংগীতশিল্পীকে। দীর্ঘদিন পর গত ৩১শে জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন সাবিনা ইয়াসমিন। সোয়া এক ঘণ্টা তিনি মঞ্চে গান গান। এরপর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এর আগে ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। জানা যায়, দীর্ঘ সময় গায়িকা বিদেশে থেকেছেন চিকিৎসার জন্য। কারণ তার শরীরে ক্যান্সার ফিরে এসেছিল। চিকিৎসা আর রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে দীর্ঘ এক বছর পর গানে ফিরেছিলেন তিনি। গান গাইতে গাইতে আবারো অসুস্থ হয়ে পড়েছেন তিনি।