অনলাইন
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৮:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০৮ অপরাহ্ন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার ২০২৪ সালের পুরস্কারের জন্য ১০ জনের নাম ঘোষণা করা হয়েছিল। পুরস্কার ঘোষণার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিগত সরকারের সুবিধাভোগী ব্যক্তি পুরস্কার পেয়েছেন এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেন অনেকে।
ওদিকে বাংলা একাডেমি পুরস্কারের বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে লিখেন, ‘বাংলা একাডেমী পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলা দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে বা কোন নীতিতে চলবে এই সব কিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাবো এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমীর সংস্কার কেনো নয়?’
পাঠকের মতামত
প্রায় প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে এবং তা চূড়ান্তভাবে প্রকাশিত হবার পরে আবার স্থগিত করায় সরকারের জন্য ইমেজ সংকট তৈরি করছে।
সর্বত্র হ-য-ব-র-ল / লেজে-গোবরে অবস্থা। প্রতি পদক্ষেপে সরকারের অদক্ষতা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়ে পড়ছে।
ফ্যাসিবাদের দোসররা বাংলা একাডেমিতে বেশ বহাল তবিয়তেই আছে। এবার পালা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।