অনলাইন
স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ ছিনতাই
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর পায়ে গুলি করে তার কাছে থাকা ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৫)। সে হাজারীবাগের ১১৫/১ নম্বর বাসার খোকন রাজবংশীর সন্তান। কামরাঙ্গীরচরে ইতি জুয়েলার্স নামে তার একটি স্বর্ণের দোকান রয়েছে।
আহতের ভাই জয় রাজবংশী জানান, আমার ভাইয়ের কামরাঙ্গীরচরে ইতি জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে হাজারীবাগের বেড়িবাঁধ যাওয়া মাত্রই কয়েকজন ব্যক্তি তাকে গতিরোধ করে। পরে তার বাম পায়ে গুলি করে কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সজল রাজবংশীর বাম পায়ে গুলি লেগেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তবে ব্যাগে কত টাকা ও স্বর্ণ ছিল তা বিস্তারিত জানা যায়নি।