বিনোদন
মল্লিকার বিস্ফোরক মন্তব্য
বিনোদন ডেস্ক
৩ আগস্ট ২০২২, বুধবারসম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন মল্লিকা শেরাওয়াত। মল্লিকার দাবি, বলিউডে কাজ পেতে প্রথম সারির নায়কদের যৌনসঙ্গী হতে হয়। তিনি এ ধরনের কাজে রাজি হননি বলে কাজ পাননি। তার ভাষায়, প্রথম সারির অভিনেতারা আমার সঙ্গে কাজ করতে চান না। এর কারণ আমি আপস করি না। বিষয়টা খুবই সহজ। প্রথম সারির নায়করা এমন নায়িকা পছন্দ করেন, যাদের তারা নিজের মতো চালাতে পারেন। কিন্তু আমি সেরকম একেবারেই নই। আমার ব্যক্তিত্বও সেরকম নয়। কারও হাতের পুতুল নই আমি।