ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেছেন, আমাদের যুব সমাজকে সুস্থ, সতেজ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলা আয়োজনের কোনো বিকল্প নেই। আজকে এই ফুটবল টুর্নামেন্ট যে মহান ব্যক্তির নামে করা হয়েছে তিনি কেবল দেশের অর্থনীতির চাকা সচলে সক্রিয় ছিলেন এমনটি নয়। অর্থনীতির সঙ্গে দেশে আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন অর্থনীতি আর যুবসমাজ দেশে এগিয়ে যাওয়ার মূল চাবি কাটি। তিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে এই আয়োজন আগামীতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। গতকাল বিকালে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, বক্তব্য রাখেন টুর্নামেন্টের উদ্যোক্তা এম সাইফুর রহমানের নাতি  তরুণ ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী এম সাফির রহমান, নাতনি আমিরা রহমান, যুক্তরাজ্য প্রবাসী মিফতাউল ওয়াহেদ মুফতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মঞ্জু হক, সায়েম রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমানের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম শফিউর রহমান বাবু, এম সাইফুর রহমানের এম সাইফুর রহমানের চাচাতো ভাই অস্ট্রেলিয়া প্রবাসী ফয়ছল আহমদ, নাতি নাবিল ইলহাম রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ এম এ মুকিত, ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি বদরুল আলম, সুজনের জেলা সভাপতি ডা. ছাদিক আহমদ,মাস্টার আব্দুর রহমান সিকান্দার,আকবর হোসেন,আহমেদুর রহমান নান্না, নুরুল ইসলাম ছেলুন প্রমুখ। টুর্নামেন্টে সিলেট বিভাগের বাছাইকৃত ১৬টি দল অংশগ্রহণ করছে। জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ৮ জন বীর শহীদ স্মরণে ৮টি গ্রুপ করা হয়েছে। টুর্নামেন্টে শহীদ মীর মুগ্ধ স্মরণে ফ্রি পানির স্টল রাখা হয়েছে। উদ্বোধনী দিনে শহীদ আবু সাঈদ গ্রুপে রাজনগর যাদুরগুল ফুটবল একাডেমি বনাম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রাজগর যাদুরগুল ফুটবল একাডেমি ১-০ গোলে বিজয়ী হয়। আগামী ৫ই ফেব্রুয়ারি ও ৬ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল খেলা। ফাইনাল খেলার তারিখ পরবতির্তে জানানো হবে। প্রতিদিন বিকাল সাড়ে ৩টায় মৌলভীবাজার বাহারমর্দান মাঠে অনুষ্ঠিত হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status