ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

জগন্নাথপুরে ৯ বছরেও সংস্কার হয়নি সেতু, দুর্ভোগ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

সুনামগঞ্জের জগন্নাথপুরের নাইয়াদাঁড়া নদীর উপর নির্মিত সেতুটি ভেঙে যাওয়ার ৯ বছরেও নতুন সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে ১০ গ্রামের মানুষ দুর্ভোগে ভুগছেন। সরজমিন দেখা যায়, সেতুর মুখ পর্যন্ত পাকা সড়ক থাকলেও সেতুর অধিকাংশ ভেঙে নদীতে পড়ে আছে। আর বাকি অংশটা নদীর মধ্যে দাঁড়িয়ে আছে।
এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর-নন্দীরগাঁও মসজিদ সড়কের নাইয়াদাঁড়া নদীর উপর ২০০০ সালের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে সেতুটি নির্মাণ করা হয়। এ সেতু দিয়ে ইউনিয়নের প্রভাকরপুর, নন্দিরগাঁও, মোহাম্মদপুর, ইসলামপুর, হামিদপুর, বনগাঁওসহ ১০ গ্রামের ৪০ হাজার মানুষ যাতায়াত করে। ২০১৬ সালে নদীর প্রবল স্রোতে সেতুটি ভেঙে যায়। এরপর বন্ধ হয়ে যায় যান চলাচল। সেই থেকে এলাকাবাসী নতুন সেতু নির্মাণের দাবি জানালেও কোনো উদ্যোগ নেয়া হয়নি।
প্রভাকরপুর গ্রামের বাসিন্দা রাসেল বক্স জানান, সেতুটি ভেঙে যাওয়ার পর এলাকাবাসী বার বার নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও কোনো সুফল মিলেনি। ফলে দেড় কিলোমিটার জায়গা ঘুরে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলাচল করতে হয়। সেতুটি নির্মাণ করা হলে যাতায়াত সহজ হতো।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ছায়াদ মিয়া বলেন, সেতুটি দিয়ে উপজেলা সদর, ইউনিয়ন পরিষদ, রসুলগঞ্জ বাজার ও স্কুল-কলেজের যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। ইউনিয়ন পরিষদের মাধ্যমে এলজিইডি’র কর্মকর্তাদের সেতু নির্মাণের জন্য বলা হয়েছে। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, নতুন সেতু নির্মাণের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার ছবি গ্রুপে পোস্ট/ শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা

উপদেষ্টা মাহফুজকে ক্ষমা চাওয়ার দাবি/ সিলেটে ‘তাওহিদী জনতাবন্ধন’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status