বাংলারজমিন
নবীগঞ্জে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবারনবীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং আর্মি ক্যাম্পের আওতাধীন সেনাবাহিনীর একটি বিশেষ দল উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ক্যাপ্টেন আশিকের নেতৃত্বে এ অভিযানে গতকাল বিকালে তাকে আটক করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং আর্মি ক্যাম্প।
+অভিযানে ৮৫ পিস ইয়াবা, ৪৫ হাজার সাতশত ৫৫ টাকা, সৌদি রিয়াল, ৫ টি বাটম ফোন, ৪টি এন্ড্রয়েট মোবাইল, চাকু, কুড়াল, ১৮ টি গ্যাস লাইট, ৩৬ টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের শফিকুল আলম এর পুত্র।
অভিযান শেষে সেনাবাহিনী মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও উদ্ধারকৃত মালামালসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।