অনলাইন
বরিশাল নগরীতে ৩১ দফার লিফলেট বিতরণ রহমাতুল্লাহ’র
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৭:৩৫ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির ১ নং সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির ১ নং সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ সোমবার সকাল ১০ টার সময় নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা, নবগ্রাম রোড,সিএন্ডবি রোডসহ দিনভর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। রহমাতুল্লাহ বলেন, ৩১ দফার মধ্যে অন্যতম জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন সর্বশেষ যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশবান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করার আহবান জানান। লিফলেট বিতরণ করাকালীন বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন তিনি।