কলকাতা কথকতা
হানিমুনেও ক্রিকেট, অরুণলাল এর বিয়ের রিসেপশনে সৌরভ গঙ্গোপাধ্যায়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩ মে ২০২২, মঙ্গলবার, ১০:৩২ পূর্বাহ্ন

ছেশট্টি বছর বয়সে প্রথম স্ত্রী রীনা লালের সম্মতিতে দ্বিতীয়বার বিয়ে করা অরুণলাল মধুচন্দ্রিমাও ভরিয়ে দিতে চান ক্রিকেট দিয়ে। বাংলা ক্রিকেট দল বেঙ্গালুরু যাচ্ছে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে। সেখানেই মধুচন্দ্রিমা সারবেন অরুণ আর বুলবুল। উদ্যাননগরীতে হবে তাঁদের হানিমুন। বুলবুল বলছেন, বাংলা দলকে সমর্থন করে হানিমুন খুব ভালো কাটবে। অরুণলাল বাংলা দলের হেডস্যার থাকার সময় থেকেই বাংলার ক্রিকেটারদের সঙ্গে প্রীতির সম্পর্ক বুলবুলের। অনেককে তিনি রাখিও বাঁধেন, ভাইফোঁটাও দেন। হেডস্যার এর বিয়েতে হাজির ছিল বাংলার খেলোয়াড়রা। তবে, যাঁর আসার অপেক্ষায় ছিল ভক্তকুল তিনি এলেন রাত সাড়ে নটা নাগাদ। সৌরভ গঙ্গোপাধ্যায়।