ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

এবার বিশেষ সংলাপে বসবে নির্বাচন কমিশন

মো. আল আমিন
২ আগস্ট ২০২২, মঙ্গলবার
mzamin

সদ্য সমাপ্ত সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ পর্যালোচনা করে শিগগিরই একটি কৌশলপত্র প্রস্তুত করবে নির্বাচন কমিশন (ইসি)। আর এই কৌশলপত্র সামনে রেখে বিশেষ সংলাপে বসবে কমিশন। গতকাল নির্বাচন কমিশনার মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিমধ্যে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের কাছ থেকে পাওয়া প্রস্তাবগুলো নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই খসড়াটি চূড়ান্ত্ত করা হবে। এরপর ফের গণমাধ্যম, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ জন ও দলগুলোকে ডাকা হবে। এক্ষেত্রে সংলাপে সাড়া না দেয়া বিএনপি সহ অন্যান্য দলগুলোকেও ডাকা হবে। বিশেষ সংলাপটি অনুষ্ঠিত হবে দিনব্যাপী। সেখানে সবাই এক মঞ্চেই থাকবে। 

এক্ষেত্রে প্রত্যেক গ্রুপ থেকে চার-পাঁচ জন করে অংশ নেবে। সংলাপে কৌশলপত্রটি উপস্থাপন করে অংশীজনের কাছ থেকে মতামত নেয়া হবে।

বিজ্ঞাপন
এরপর সংসদ নির্বাচনের চূড়ান্ত কৌশলপত্র প্রণয়ন করবে নির্বাচন কমিশন। মো. আলমগীর বলেন, সংলাপ থেকে আসা প্রস্তাবে তথ্য ঘাটতি (ইনফরমেশন গ্যাপ) আছে। পরীক্ষা-নিরীক্ষা না করে কিছু বলা যাবে না। আমরা সব রেকর্ড রেখেছি। এখন পর্যালোচনা করছি। রাজনৈতিক দলগুলো তিন ধরনের সুপারিশ করেছে। কিছু কিছু সুপারিশ আছে যেগুলো সংবিধান ও আইনের মধ্য থেকে করতে হবে। কিছু কিছু সুপারিশ আইনের পরিবর্তন নিয়ে। আর কিছু কিছু সুপারিশ ইসি’র এখতিয়ারের মধ্যে নয়। সেটা নিয়ে কীভাবে কী করবো, তা যখন আলাপ-আলোচনা করবো, তখন সিদ্ধান্ত নেবো। তখন হয়তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাবগুলো পাঠিয়ে দেবো। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান তিনি। বলেন, নির্বাচন কিন্তু এখনো বেশ দূরে। অনেক পরিবর্তন হয়তো আসবে। আগামী বছরের অক্টোবর, নভেম্বরের দিকে নির্বাচনের পরিবেশ কেমন হবে, তা তখন বোঝা যাবে। মানুষের সঙ্গে মতবিনিময় করা, একটু পরিচিত হওয়া, মন খুলে যেন আলোচনা করতে পারে- এজন্য আমরা খোলামেলাভাবে প্রাথমিক আলোচনা করেছি। আগের কমিশন রোডম্যাপ করে আলোচনা করেছেন। আমরা আলোচনা করে রোডম্যাপ করবো। 

আলমগীর বলেন, একজন বলেছেন অনলাইনে ভোট নেয়ার জন্য। এটা তো এখনই পারবো না। অর্থনৈতিক দিক থেকে পারবো কিনা- এসব আলোচনা করতে করতে যেটা বাস্তব, সেটা হয়তো আমরা নেবো। অন্যগুলো হয়তো বাদ রাখতে হবে। আপনি হয়তো খুব ভালো পরামর্শ দিয়েছেন, সেটা হয়তো এই মুহূর্তে সম্ভব নয়। যেগুলো সম্ভব সেগুলো হয়তো আমরা নেবো। পরবর্তীতে আবার সংলাপ হবে। এই রোডম্যাপ করার পরে আবার আসবে বিশেষ আলোচনা। সেই রাউন্ড কিন্তু আমাদের সামনে রয়েছে। সেই রাউন্ডে বলা হবে যে, আপনারা এইটা করতে বলেছিলেন, আমরা তো করতে চাচ্ছি। কিন্তু এগুলোতে এই চ্যালেঞ্জ আছে, এখন বলেন- আমরা কী করবো। কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবো।

তিনি বলেন, বিশেষ সংলাপে হয়তো পাঁচটা গ্রুপ একসঙ্গে বসে আলোচনা করবে। প্রত্যেক গ্রুপ থেকে হয়তো কয়েকজন করে আসবে। এক্ষেত্রে যেই দাবিগুলো খুব বেশি, সেগুলো নিয়ে হয়তো আলোচনা হবে। এবারের মতো বিভিন্ন মহলের সঙ্গে পৃথক পৃথক নয়। হয়তো দিনব্যাপী আলোচনা হবে। তিনি বলেন, বিএনপিকে আবার অবশ্যই ডাকবো। আমাদের কাছে সবার গুরুত্ব সমান। কেউ ছোট না, কেউ বড় না। যখনই প্রয়োজন হবে ডাকবো। শুধু তাই নয়, যখন কোনো দল আমাদের সঙ্গে আলোচনা করতে চাইবে আমরা বসবো। 

বিএনপি’র নির্বাচনে না আসার ঘোষণা নিয়ে সংকটকে রাজনৈতিক সংকট হিসেবেই দেখছে ইসি। এ সংকট মোকাবিলা রাজনৈতিকভাবেই করতে হবে। আর নির্বাচনকালীন সরকার নিয়েও তারা কোনো মন্তব্য করবেন না বলে জানান এ নির্বাচন কমিশনার। তিনি বলেন, বিশেষ সংলাপে আমাদের কৌশলপত্রে উদ্দেশ্য, লক্ষ্য, সুবিধা-অসুবিধা, অর্থ সংক্রান্ত বিষয়, লোকবল, চ্যালেঞ্জ, ইভিএম ইত্যাদি থাকবে। যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো কীভাবে মোকাবিলা করতে পারি, তা নিয়েই আলোচনা হবে।

সংলাপে সেনাবাহিনীর বিপক্ষে কেউ বলেনি উল্লেখ করে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, একটা রাজনৈতিক দলের একজন প্রস্তাব দিলো সব কেন্দ্রে সেনাবাহিনী দেয়ার জন্য। তখন আমি উনাকে একটা পাল্টা প্রশ্ন করে বলেছিলাম, আপনি কি জানেন ৪০ হাজার কেন্দ্র আছে। তো ৪০ হাজার কেন্দ্রে আমরা যদি সেনা দিতে চাই কতো আর্মি দরকার? আমাদের তো এত অফিসার এবং আর্মি নাই। তখন আমরা কি করবো? তখন ক্যান্টনমেন্ট খালি করে দিলেও, নৌ-বাহিনী, বিমান বাহিনী দিলেও তো হবে না। তখন তিনি বললেন যে, না না, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দেবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দিলেও তো হিসাব করতে হবে। কতো লাগবে-এগুলো তো বললে হবে না তো ভাই। একটা জিনিস তো হিসাবনিকাশ করা লাগবে।

ইভিএমের বিষয়ে তিনি বলেন, কিছু দল ইভিএমের পক্ষে কথা বলেছে, আবার কিছু দল বিপক্ষে কথা বলেছে। আমরা পর্যালোচনা করে দেখবো কোন পক্ষ বেশি নাম্বার পেয়েছে। যে পক্ষ বেশি নাম্বার পাবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status