অনলাইন
ছাত্রদলের কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ শনিবার
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামীকাল শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ দিন বেলা ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে কর্মসূচি অনুষ্ঠিত হবে। শুক্রবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ‘সন্ত্রাসী সংগঠন’ ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে ছাত্রদল।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়। ছাত্রদলের সকল নেতাকর্মীসহ আপামর ছাত্রসমাজকে মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তারা।
যারা প্রতিটি পোস্টে নেগেটিভ মন্তব্য করে সবগুলো উগ্র ধর্ম ব্যবসায়ী স্বাধীনতা বিরোধী দলের গুজব প্রোপ্রাগান্ডা কর্মী...৫৪বছর না কেয়ামত পযন্ত উগ্র ধর্ম ব্যবসায়ী স্বাধীন বিরোধী ক্ষমতায় আসবেনা! বাংলাদেশের জনগণ উগ্রতা ঘৃণা করে!
বাংলাদেশের বৃহৎ সংগঠন। সঠিক কর্মসূচি। পরবর্তীতে ভোটাধিকারের জন্য নির্বাচন কমিশন অভিমুখে মার্চ ফর ইলেকশন কর্মসূচি দিতে হবে।
*আগে ছাত্র পরে দল*
নাটক
ছাত্রদলকে অছাত্রের নেতৃত্ব থেকে উদ্ধার করে মার্চ ফর জাষ্টিস করলে ঘরে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেত।