ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘এ সরকারের কোনো সফলতা দেখছি না’

লালমোহন (ভোলা) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবারmzamin

বর্তমান সরকারের কোনো সফলতা দেখছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদেরও চিকিৎসা ঠিকমতো করতে পারেনি বর্তমান সরকার। দ্রব্যমূল্যও জনগণের নাগালের বাইরে। তাই যত তাড়াতাড়ি নির্বাচন হবে, তত তাড়াতাড়ি বাংলাদেশ দুর্দশা থেকে মুক্ত হবে। বৃহস্পতিবার দুপুরে লালমোহন পৌরশহরের নিজস্ব বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। তিনি আরও বলেন, সংস্কার করা এ সরকারের কাজ নয়, এ সরকারের দায়িত্বও নয়, আবার কিছু কিছু বুদ্ধিজীবী সংস্কারের নামে সময় পার করছেন। কিছু কিছু উপদেষ্টা এই কয়েক মাসেই ক্ষমতার মজা পেয়ে গেছেন। কিন্তু এদিকে যে বাংলাদেশের সর্বনাশ হয়ে যাচ্ছে, বিশেষ করে ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে ভারতের সাহায্য নিয়ে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় রয়েছেন। সুতরাং এই তৎপরতা থেকে মুক্ত হতে এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মূল চেতনাকে ধরে রাখতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। প্রেস ব্রিফিংকালে উপজেলা বিএনপি’র সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, এ.এম.এম. ফয়সাল হায়দার, পৌরসভা বিএনপি’র আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, সদস্য সচিব মো. জাকির ইমরানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status