ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তির ফলাফল প্রকাশ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি-২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের ইম্পেরিয়াল কলেজের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। মৌলভীবাজার ইসলামী সোসাইটি পরিচালিত মেধাবৃত্তি ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জেলা পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনূর রশীদের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য সচিব মো. সিতাব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও জেলা পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বয়ক মো. ইয়ামীর আলী, সদস্য মোহাম্মদ আলী বেগ, হারুনুর রশীদ তালুকদার, সৈয়দ তারেকুল হামিদ, মো. শাহীন মিয়া, শাহিন আহমদ, খায়রুল আমীন সোহেল, মাসরুর আহমদ, হাবিবুর রহমান হারিছ ও হাফিজ আলম হোসাইন। ২৮শে ডিসেম্বর জেলাব্যাপী ৫ম ও ৮ম শ্রেণির ২,৫৮৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এতে কৃতকার্য হয় ১৮০ জন শিক্ষার্থী। আয়োজকরা জানান, প্রথম স্থান অধিকারকারীদের নগদ ১০ হাজার টাকাসহ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানসহ অন্যদের পর্যায়ক্রমে পুরস্কৃত করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status