বাংলারজমিন
চন্দ্রপাড়া দরবার শরীফে ওরস অনুষ্ঠিত
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহ্র শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এদিন কুয়াশা শীত উপেক্ষা করে দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত, আশেক-জাকের ও ধর্মপ্রাণ মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। আগের দিন থেকেই দূর-দূরান্ত হতে ভক্তরা দরবার শরীফে আসতে থাকেন। মঙ্গলবার বাদ জোহর থেকে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির-আজকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাওলানা শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়সী আখেরি মোনাজাত পরিচালনা করেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
৪
খালেদা জিয়ার ছবি গ্রুপে পোস্ট/ শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা
৫