ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

লস অ্যাঞ্জেলেস

নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা, নিহত বেড়ে ২৪

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ১১:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১২ অপরাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা টানা ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে। এতে নিহতের সংখ্যা বেড়ে  ২৪ এ দাঁড়িয়েছে। বিপজ্জনক ঝোড়ো বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এতে ঘরবাড়ি হারিয়েছেন হাজারো মানুষ। প্যালিসেইডস দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নিনির্বাপণের ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। তবে দাবানল ব্রেন্টউড এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে।

আগামী কয়েক দিনে পরিস্থিতি খারাপের দিকে মোড় নিতে পারে।  আগামীকাল মঙ্গলবার দিনের শুরুতে বাতাসের গতি ঘণ্টায় ১১০ কিলোমিটারের বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা। এটা হলে পিডিএস বা ‘সুনির্দিষ্ট বিপজ্জনক পরিস্থিতি’ ঘোষণা করা হতে পারে।

অগ্নিনির্বাপণকর্মীরা সতর্ক করে বলছেন, বাতাসের এমন ঝোড়ো গতি দাবানলের শিখা আরও বাড়িয়ে দিতে পারে। এর কারণে নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান অ্যান্টনি মারোনি বলেন, তার বিভাগ আগুন নেভানোর কাজে পানি পরিবহনের জন্য কয়েক ডজন নতুন ট্রাক আর অগ্নিনির্বাপণকর্মী পেয়েছে। নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় তারা প্রস্তুত। অন্যদিকে মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা আশঙ্কা করছেন।

পাঠকের মতামত

আল্লাহ্‌র ইচ্ছা বা ইশারা ব্যাতীত একটি গাছের পাতাও নড়েনা। আল্লাহ্‌ একমাত্র হেফাজতকারী।

আরিফ রেজা
১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ২:০০ অপরাহ্ন

আসুন আমরা সতর্ক হই।আল্লাহ পাপীদের কিভাবে ধবংস করে সেটা নিজের চোখে দেখা।

ফজল
১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ১:৪৯ অপরাহ্ন

অনুরুপ গজব ইসরাইলে নেমে আসুক

বাবন
১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ১২:৫৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status