ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

নিহত বেড়ে ১৬

লস অ্যানজেলেসের আগুন নেভাতে যুক্তরাষ্ট্রের পাশে কানাডা ও মেক্সিকো

মানবজমিন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, সোমবারmzamin

এবার যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসের আগুন নেভাতে পাশে দাঁড়িয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকিতে থাকা কানাডা ও মেক্সিকো। গত সপ্তাহ থেকে দাবানলের আগুনে পুড়ে ছাই হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া  অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা কূলকিনারা করতে না পেরে শেষ পর্যন্ত কারাবন্দিদেরও তাদের সহযোগী হিসেবে নিযুক্ত করেছে। তাতেও তারা হিমশিম খাচ্ছে। এবার তাদের সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান দুই প্রতিবেশী কানাডা ও মেক্সিকো। 
অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ ওই দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। বলা হচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের শিকার হয়েছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের ওই শহর। শুষ্ক প্রবল বাতাসের ফলে দাবানলের আগুন হু হু করে চারদিকে ছড়িয়ে পড়ে খুব অল্প সময়ের মধ্যে। এতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। ১২ হাজারের বেশি ঘরবাড়ি পুরে ছারখার হয়ে গেছে। পুড়েছে হাজার হাজার একর জমি। এ ক্ষতি কাটিয়ে উঠতে টানা ছয় মাসের বেশি সময় শহরটিকে সহায়তা দিয়ে যেতে হবে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কেননা হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে কানাডা ও মেক্সিকো। অথচ ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসার আগেই এ দুই দেশের ওপর অতিরিক্ত কর আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন। 

অনলাইন ফার্স্টপোস্ট বলছে, মার্কিন ফায়ার সার্ভিস যখন ভয়াবহ ওই আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে তখন শনিবার মেক্সিকো নিশ্চিত করেছে যে তারা শহরটিকে সাহায্য করার জন্য একটি ফায়ার সার্ভিস দল পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তরাংশের প্রতিবেশী দেশ কানাডাও পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করার জন্য দেশটির সামরিক বাহিনী পাঠানোর কথা জানিয়েছে।
এক্স হ্যান্ডেলের এক পোস্টে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম পারদো বলেছেন, ‘রোববার সকাল থেকে মেক্সিকোর ফায়ার সার্ভিস দলটি ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা একটি উদার ও সহায়ক দেশ।’ যুক্তরাষ্ট্রের প্রশাসনকে লক্ষ্য করে পোস্টে তিনি আরও বলেন, ‘আপনি মেক্সিকোর সাহস এবং হৃদয় আপনার সঙ্গে বহন করেন।’
অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমরা বন্ধু- বিশেষ করে যখন সময় আমাদের জন্য কঠিন হয়। উত্তরে দাবানলের বিরুদ্ধে লড়াই করার সময় ক্যালিফোর্নিয়া সবসময় আমাদের সমর্থন করেছে। এখন কানাডা তাদের পাশে রয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালে যখন কানাডা আলবার্ট, কুইবেক এবং বৃটিশ কলাম্বিয়ায় দাবানলের কবলে পড়েছিল তখন যুক্তরাষ্ট্র তাদের ২ হাজার অগ্নিনির্বাপণ সদস্য পাঠায়। সে সময় কানাডার ৪৫ মিলিয়ন একরের বেশি জমি পুড়ে ছাই হয়েছে।

পাঠকের মতামত

Who is 51, and who is 52?

?
১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ৯:০৫ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status