অনলাইন
ভারতের হাইকমিশনার
সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার বিকেলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনার পর প্রণয় ভার্মা এ কথা জানান। তিনি বলেন, বিএসএফ ও বিজিবি সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে।
প্রণয় ভার্মা বলেন, ‘আমি পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করেছি। অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছি’।
চোরাচালান, অপরাধীদের চলাচল, পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান হাইকমিশনার। তিনি বলেন, ‘আমরা আশা করি, সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে।’
এর আগে সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডাকা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
পাঠকের মতামত
কাঁটাতারের বেড়া দেয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে --- পড়ে তো কিছুই বুঝলাম না কি বোঝাপড়া রয়েছে...!! কাঁটাতারের বেড়া দেয়া হবে কি হবে না... তা তো বলল না...।